প্রশ্ন: মুহতারাম! আমি একটি বিষয়ে জানতে আগ্রহী। কোনো অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করা হলে তাকে কি শহীদ বলে সম্বোধন করা যাবে?
উত্তর: শহীদ হওয়ার পূর্বশর্ত হলো মুসলমান হওয়া। কাজেই অমুসলিমকে এভাবে শহীদ বলে সম্বোধন করা যাবে না।
—উৎস:—
📓 বাহরুর রায়েক: ২/২৪৪
📓 নুরুল ইদাহ: ২৫৯
📓 কানযুদ দাকায়েক: ১/১৮৩
📓 আহসানুল ফতোয়া: ৪/২৫৪
.والله أعلم بالصواب
উত্তর লিখনে,
মুস্তফা সাঈদ মুস্তাক্বীম
শিক্ষার্থী, ইফতা বিভাগ (২য় বর্ষ)
মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী ঢাকা।
