প্রশ্ন: আমি গত মাসে এক ব্যক্তির কাছে অনলাইনে ক্যামেরা বিক্রি করি। আমাদের মধ্যে চুক্তি ছিল যে, ক্রেতা নিজে এসে ক্যামেরা বুঝে নেবেন। পরবর্তীতে তিনি কোনো এক কারণে কুরিয়ার যোগে ক্যামেরা পাঠাতে অনুরোধ করেন। স্পষ্ট জানিয়ে দিই যে, ক্ষতিগ্রস্ত হলে দায়ভার আমার নয় – এই শর্তে ক্যামেরাটি কুরিয়ারে প্রেরণ করি। ডেলিভারিম্যান থেকে বুঝে পাওয়ার পর দেখতে পান যে, ভেতরে লেন্স ভেঙে গেছে। এখন তিনি আমাকে ক্যামেরা ফেরত নেওয়ার জন্য চাপ দিচ্ছেন। জানার বিষয় হলো, আমি তা ফিরিয়ে নিতে আমি বাধ্য কিনা তা জানিয়ে বাধিত করবেন।
উত্তর: না! প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনি যেহেতু পণ্যের দায়ভার ক্রেতার ওপর অর্পণের শর্তে তা প্রেরণ করেছেন। অতএব এক্ষেত্রে উক্ত পণ্য ফিরিয়ে নেওয়া আপনার জন্য আবশ্যক নয়।
—উৎস:—
📓 মুখতাসারুল কুদুরী: ১৬৬
📓 ফিকহুল বুয়ু: ১০৪৪-১০৪৬
📓 ইতরে হেদায়া: ১৮৭-১৮৮
.والله أعلم بالصواب
উত্তর লিখনে,
মুস্তফা সাঈদ মুস্তাক্বীম
শিক্ষার্থী, ইফতা বিভাগ (২য় বর্ষ)
মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী ঢাকা।