প্রশ্ন: আমার ভাইয়েরা বাবা-মার খোঁজখবর রাখতেন না। আমি একাই তাদের দেখভাল করেছি। বাবা মৃত্যুর আগে আমাকে ৫ শতাংশ জমি আলাদা করে লিখে দিতে চেয়েছিলেন। কিন্তু আকস্মিক মৃত্যুর কারণে তা আর সম্ভব হয়নি। এখন ওয়ারিশ বণ্টনের সময় কি সেই ৫ শতাংশ বাদ দিয়ে বাকি জমি বণ্টন হবে নাকি তা সহ মোট সম্পত্তি একসাথে বণ্টন হবে? বিষয়টি জানালে উপকৃত হবো।
উত্তর: এক্ষেত্রে সকল সম্পত্তি ওয়ারিশদের হিস্সা অনুযায়ী বণ্টন হবে। ৫ শতাংশ জমি আলাদা করে নিজ দখলে রাখার কোনো সুযোগ নেই।বাবা মৃত্যুর আগে জমি আলাদা করার ইচ্ছা
—উৎস:—
📓 মুলতাকাল আবহুর: ৫১৯
📓 বাহরুর রায়েক: ৭/৪৮৬
📓 ফতোয়া দারুল উলুম দেওবন্দ: ১৫/২৩০
.والله أعلم بالصواب
উত্তর লিখনে,
মুস্তফা সাঈদ মুস্তাক্বীম
শিক্ষার্থী, ইফতা বিভাগ (২য় বর্ষ)
মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী ঢাকা।
