প্রশ্ন: মুহতারাম! আমি সেলুনে কাজ করি। আলহামদুলিল্লাহ! তাবলীগে তিন চিল্লা দেওয়ার পর ইসলামের যাবতীয় বিধি-বিধান মেনে চলার চেষ্টা করি। আমার জানার বিষয় হলো, দাড়ি সেভ করে দেওয়ার বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা যাবে কিনা?
উত্তর: দাড়ি সেভ করা হারাম। তাই এর বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা জায়েজ নেই।
—উৎস:—
📓 কানযুদ দাকায়েক: ৩/১০৬
📓 আল খুলাসাতুল ফিকহিয়্যাহ আ’লা মাজহাবিস সাদাতিল হানাফিয়্যাহ: ২/১৫১
📓 আল ইদাহ ফি শরহিল ইসলাহ: ২/৩১১
📓 আল ফিকহুল ইসলামী ও আদিল্লাতুহু: ২/৮৮
📓 ইতরে হেদায়া: ২৫২
.والله أعلم بالصواب
উত্তর লিখনে,
মুস্তফা সাঈদ মুস্তাক্বীম
শিক্ষার্থী, ইফতা বিভাগ (২য় বর্ষ)
মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী ঢাকা।
