প্রশ্ন: মুহতারাম! দুই বছর আগে আমি এক ব্যক্তিকে কিছু টাকা ধার দেই। ধার দেওয়ার সময় তার থেকে একটি জমি বন্ধক রাখি। বিভিন্ন সময় পাওনা টাকা ফেরত চাইলে তিনি নানা অজুহাত পেশ করেন এবং টালবাহানা করেন। এরই মধ্যে তিনি আমাকে না জানিয়ে বন্ধকী জমি বিক্রি করে দেন।
মুহতারামের নিকট জানার বিষয় হলো, আমার সম্মতি ছাড়াই বন্ধকী জমিটি এভাবে বিক্রি করে দেওয়া সঠিক হয়েছে কিনা তা জানিয়ে বধিত করবেন।
উত্তর: বন্ধকী বস্তুর লেনদেন বন্ধকগ্রহীতার সম্মতির ওপর মওকুফ থাকবে। তিনি যদি অনুমতি দেন তাহলে উক্ত লেনদেন কার্যকর হবে। এক্ষেত্রে বন্ধকদাতা বিক্রিত পণ্যের মূল্য বন্ধকগ্রহীতার কাছে ফিরিয়ে দিবে।
—উৎস:—
📓 আদদুররুল মুখতার: ৬৯০
📓 মুখতাসারুল কুদুরী: ১৯৯
📓 কানযুদ দাকায়েক: ৩৭৬
📓 ফতোয়া হক্কানিয়্যাহ: ৬/২৩০
.والله أعلم بالصواب
উত্তর লিখনে,
মুস্তফা সাঈদ মুস্তাক্বীম
শিক্ষার্থী, ইফতা বিভাগ
মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী ঢাকা।
