প্রশ্ন: মুহতারাম! আমি বিবাহ বহির্ভূত পাপাচারে লিপ্ত হওয়ার আশঙ্কা করি। পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে মনে হয়, বিয়ে করলে আমার পরিবারই সম্পত্তির লোভে সংসার ভাঙ্গার চেষ্টা করবে। তাই ইচ্ছা সত্ত্বেও বিয়ে করতে পারছি না। এখন আমার জন্য বিয়ে না করে বাকি জীবন কাটিয়ে দেওয়া কি ঠিক হবে?
উত্তর: না! বরং আপনার জন্য বিয়ে করা জরুরী। অহেতুক সন্দেহ করে বিবাহ থেকে বিরত থাকার অনুমতি নেই।
—উৎস:—
📓 মুলতাকাল আবহুর: ২২১
📓 আল ইখতিয়ার ফি তা’লিলিল মুখতার: ৩/৩৭
📓 বাহরুর রায়েক: ৩/১৪২
📓 আপ কে মাসায়েল: ৬/৫১
.والله أعلم بالصواب
উত্তর লিখনে,
মুস্তফা সাঈদ মুস্তাক্বীম
শিক্ষার্থী, ইফতা বিভাগ (২য় বর্ষ)
মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী ঢাকা।
