প্রশ্ন: একদিন তাওয়াফের পর দুই রাকাত নামাজ পড়তে ভুলে যাই। হোটেলে আসার পর স্বরণ হলে উক্ত দুই রাকাত নামাজ পড়ে নেই। মুহতারামের নিকট জানার বিষয় হলো, তাওয়াফের পর দুই রাকাত নামাজ পড়তে বিলম্ব হওয়ার কারণে আমার উপর দম আবশ্যক হয়েছে কিনা?
উত্তর: না! আপনার উপর দম আবশ্যক হয়নি। অনিচ্ছায় এমনটি করার কারণে মাকরুহও হয়নি।
—উৎস:—
📓লুবাবুল মানাসিক: ১৪৪
📓 গুনইয়াতুন নাসিক: ১৭৭
📓 ইরশাদুস সারী: ২১৮
📓 আল বাহরুল আমীক: ১২৩৮
📓 আপ কে মাসায়েল: ৫/৩৪০
والله أعلم بالصواب
উত্তর লিখনে,
মুস্তফা সাঈদ মুস্তাক্বীম
শিক্ষার্থী, ইফতা বিভাগ
মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী ঢাকা।
